সিলেট ভ্রমন পরিকল্পনা – ১ দিনের ভ্রমন
অপশন – ১, সকালে কার আপনার হোটেল থেকে নিয়ে ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রথমে রাতার গুলের উদ্দেশ্যে যাত্রা। সেখানে নৌকায় ভ্রমন করবেন কমপক্ষে ১ ঘন্টা। শীতকালে বনে হাঁটা সম্ভব। এখানের মূল আকর্ষন হচ্ছে নৌকায় জলাশয়ে ভ্রমন করে সুন্দরবনের / আমাজন বনের অনুভুতি পাবেন। তারপর রওয়ানা সাদা পাথরের উদ্দেশ্যে। পৌছার পর নৌকা আপনাকে নদী পথে ভ্রমনের মাধ্যমে ভারতে পাহাড়ী দৃশ্য অনুভব করবেন। গন্তব্য স্থানে নেমে কিছুক্ষন হাটতে পারেন, এখানে গোসল করা যেতে পারে। কমপক্ষে ১ ঘন্টা অতিবাহিত করার পর, নৌকা আপনাকে ফেরত আনবে। পরিদর্শন শেষে কারে আপনার হোটেলের উদ্দেশ্যে যাত্রা করবেন।
অপশন – ২, সকালে জাফলং এর উদ্দেশ্যে যাত্রা করবেন, প্রায় ১ ঘন্টা কারে ভ্রমন করবেন, জাফলং এ পৌছার কিছু আগেই দেখতে পারবেন অনেক জল প্রফাত ও পাহাড় ভারতের সীমান্তে অবস্থিত। সেখানে নেমে কিছক্ষন হাঁটলেই পৌছে যাবেন জিরো পয়েন্টে। এখানে দেখতে পারবেন ভারতে অবস্থিত ঝুলন্ত সেতু। নদী অতিক্রম করে যেতে পারেন খাশিয়া আদিবাসীদের গ্রামে, তাদের জীবন যাত্রা আপনাকে মুগ্ধ করবে। দূপুরে আশেপাশে খাবারের রেস্তোরাতে লাঞ্চ করতে পারেন। এরপরই লালাখাল – নীল পানীর নদীতে নৌকায় ভ্রমন করবেন। এক রোমাঞ্চকর অনুভূতি গ্রহন করুন। কমপক্ষে ১ ঘন্টায় নৌকায় ভ্রমন করা সম্ভব। সন্ধ্যায় ভ্রমন শেষ, হোটেলের উদ্দেশ্যে যাত্রা।
জন প্রতি – ভ্রমণ মূল্য
লোক সংখ্যা | জন প্রতি |
---|---|
১ | ৮৫০০ টাকা |
২ | ৪৬০০ টাকা |
৩ | ৩৪০০ টাকা |
৪ | ২৮০০ টাকা |
৫ | ২৪০০ টাকা |
৬ | ২২০০ টাকা |
৭ | ২০০০ টাকা |
৮ | ২২০০ টাকা |
৯ | ২০০০ টাকা |
১০ + | ১৯০০ টাকা |
যা এই খরচে অন্তর্ভূক্তঃ |
---|
রিজার্ভড এসি কার, নৌকা, প্রবেশ ফি, পার্কিং ফি ও দুপুরের খাবার – লক্যাল রেস্তোরায়। |
নোটঃ তাছাড়া আমাদের আরো প্যাকেজ রয়েছে- এই পেইজের নিচেঃ পেইজ- ১/২/৩/৪ এর উপর ক্লিক করে দেখতে পারেন। বুকিং করতে চাইলে, এই সাইটের চ্যাট বাটনে ক্লিক করে যোগাযোগ করুন।