শ্রীমঙ্গল ভ্রমন পরিকল্পনা – ১ দিনের ভ্রমন

অপশন – ১ (সহজ), সকালে শ্রীমঙ্গলে আপনার হোটেল থেকে অথবা রেল ষ্টেশন / বাস ষ্টেশন থেকে নিয়ে যাত্রা শুরু হবে। রাস্তায় প্রথমে চা বাগান পরিদর্শন করবেন, রাবার বাগানে কিছুক্ষন হাটতে পারেন, এর পর লাউয়াছড়ার উদ্দেশ্যে যাত্রা। লাউয়াছড়ায় আপনাকে কিছুক্ষন হাটতে হবে, এক ঘন্টা হাটা সম্ভব হলে বন্যপ্রানী, আদিবাসী গ্রাম, লেবু বাগান ও পানের বাগান দেখতে পারবেন। দুপুরে খাবারের উদ্দেশ্যে শহরে রওয়ানা। খাবারের পরই, পুনরায় যাত্রা উচু উচু চা বাগানে বেষ্টিত পাহাড় – নূর জাহান এর উদ্দেশ্যে অথবা দার্জিলিং টিলা, মাধবপুর লেইক ভ্রমন, দিনের শেষে মনিপুরী হস্তশিল্পের দোকানে কাপড় কেনাকাটা করতে পারেন। অবশেষে সাত রংয়ের চায়ের স্বাদ নিতে পারেন। শেষ বিকেলে বা সন্ধায় হোটেলের উদ্দেশ্যে ফেরত।

অপশন – ২ ( এডভেঞ্চার), হামহাম ভ্রমনের উদ্দেশ্যে সকালে যাত্রা। কঠিন পথ যাত্রায় আপনি শারিরীকভাবে সক্ষম হতে হবে। কারন উচু নিচু প্রায় ৫ টি পাহাড়ে ৫ কিলোমিটার অতিক্রম করতে হবে। যাওয়ার পথে, ছড়া অতিক্রম করবেন। বর্ষায় যদিও বেশি পানি থাকে, তবুও কষ্টকর হয়। ফেরার পথে চা বাগান পরিদর্শন করতে পারবেন।

জন প্রতি – ভ্রমণ মূল্য

লোক সংখ্যাজন প্রতি টাকা
৩৬০০
২১০০
১৬০০
২১০০
১৮০০
১৬০০
১৪০০
১৩০০
৯ +১২০০
যা এই খরচে অন্তর্ভূক্তঃ
সি-এন-জি / রিজার্ভ জিপ (চান্দের গাড়ী – নন এসি), প্রবেশ ফি, পার্কিং ফি, স্থানীয় গাইড, দুপুরের খাবার- ভাত, মাংস / মাছ, সবজি, ডাল, চা ও পানি।

নোটঃ তাছাড়া আমাদের আরো প্যাকেজ রয়েছে- এই পেইজের নিচেঃ পেইজ- ১/২/৩/৪ এর উপর ক্লিক করে দেখতে পারেন। বুকিং করতে চাইলে, এই সাইটের চ্যাট বাটনে ক্লিক করে যোগাযোগ করুন।

5/5 - (33 {Reviews})
Please SHARE this to others - Click Icon